নতুন ম্যাচ নতুন স্বপ্ন। বৃহস্পতিবার ঢাকায় এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে ৩-৪ ব্যবধানে। এবার হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচ। হংকংয়ের ছাদঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত ৫০ হাজার আসনের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। হামজা চৌধুরী আসার পর বদলে যাওয়া বাংলাদেশ দল আরও পুষ্পিত ও পল্লবিত হয়েছে কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদ যুক্ত হওয়ায়। হোম ম্যাচের শুরুতেই হামজার দৃষ্টিনন্দন ফ্রি কিকে লিড নেওয়া বাংলাদেশ একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ ব্যবধানে সমতা এনেছিল। কিন্তু ম্যাচের একেবারে অন্তিমলগ্নে গোল হজম করে হতাশার হারে ডুবতে হয়। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে কোচ হাভিয়ের কাবরেরা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেও...