সোমবার (১৪ অক্টোবর) রাতে কলাবাগান প্রথম লেনে লন্ডন কলেজের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। তাসলিমা আক্তার নামে ঐ নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে দুই কন্যাসহ ওই নারী ও তার স্বামী থাকতেন। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কলাবাগান থানার ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে স্বামী ও সন্তানদের সঙ্গে বাস করতেন তাসলিমা। ঘটনার বিষয় তিনি বলেন, নিহতের ৩ মেয়ে। বড় মেয়ের বয় ১৯ বছর, মেজো মেয়ের ১১ ও ছোট মেয়ের ৫ বছর। ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকত। রবিবার (১২ অক্টোবর) রাত ১১ থেকে ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে। নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বড় মেয়ের...