রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান তাঁর ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনীতিকে 'অত্যন্ত ইতিবাচক' হিসেবে বর্ণনা করেছেন এবং এটিকে বিএনপির ভবিষ্যতের জন্য 'উজ্জ্বল' বলে মনে করেছেন। জিল্লুর রহমান উল্লেখ করেছেন যে, তারেক রহমান গত কয়েক বছর ধরে বিএনপির মূল নেতৃত্বে আছেন এবং তিনি দলটিকে 'মধ্যপন্থার রাজনীতিতে' আনার চেষ্টা করছেন। এই পরিবর্তন বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর স্পষ্ট হয়েছে। বিশ্লেষকের মতে, তারেক রহমান যদি বিএনপিকে একটি 'আধুনিক বাংলাদেশের রাজনীতি' এবং একটি 'লিবারেল ডেমোক্রেট পার্টি' হিসেবে দাঁড় করাতে পারেন, তবে দলটির ভবিষ্যৎ অনেকখানি উজ্জ্বল হবে, যদিও এই পথটি 'অত্যন্ত কঠিন রাজনীতি'। জিল্লুর রহমান স্বীকার করেছেন যে, বিশ্বজুড়ে এবং বাংলাদেশে বর্তমানে ডানপন্থীদের 'জয়-জয়কারই বলা যেতে পারে'। অন্তত আওয়াজ বা জনপ্রিয়তার দিক থেকে তারা বেশ সুপ্রিয়। এই...