নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সকাল থেকে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। সকাল ১১টায় ডিএসই-তে সূচক ৩৮ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনের মাত্র ১২ মিনিটের মধ্যে সূচক ৫১ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে উর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দিয়েছিল। সকাল ১১টায় মোট লেনদেন প্রায় ১৯৮ কোটি টাকা ছুঁয়েছে, যা বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধির লক্ষণ। এ সময় ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বৃদ্ধি পেয়েছে, ৪১টির দাম হ্রাস পেয়েছে এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। সর্বোচ্চ দাম বৃদ্ধির মধ্যে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামী ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং এবং ওরিয়ন ইনফিউশন। উল্লেখযোগ্য যে, বেশিরভাগ শেয়ার বিক্রেতা সংকটের কারণে সাময়িকভাবে হল্টেড অবস্থায় রয়েছে, যা বাজারে চাহিদার উচ্চতা নির্দেশ...