গাজা সংকটের দীর্ঘ দুই বছরের ভয়াবহ অধ্যায় শেষে সোমবার (১৩ অক্টোবর) সবশেষ ২০ জন ইসরায়েলি বন্দি মুক্তি পেয়েছেন। তাদের পরিবারের সঙ্গে মিলনের দৃশ্য ছিল আবেগঘন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। এ সময় মিসরে বিশ্বের বিভিন্ন নেতারা গাজার ভবিষ্যত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছেন। এ ঘটনায় প্রথমবারের মতো হামাস এবং তাদের জোটগোষ্ঠী গাজায় কোনো জীবিত বন্দি রাখছে না। একই সঙ্গে সোমবার ইসরায়ল ১ হাজার ৭১৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যারা দীর্ঘদিন ধরেই অভিযোগ ছাড়া কারাগারে ছিলেন। এছাড়া দীর্ঘ মেয়াদী সাজা ভোগকারী ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দেওয়া হয়েছে। সোমবার মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলের নেসেটে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দীর্ঘ ও কষ্টদায়ক রাতের পর অবশেষে নতুন সূর্যোদয়।’ তিনি বলেন, এটি...