আটলান্টিক মহাসাগরের ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট এক দেশ। আয়তন সাকল্যে ৪ হাজার বর্গকিলোমিটারের একটু বেশি। ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ৫ লাখ ৯৩ হাজার। বিশ্ব ফুটবলের মানচিত্রে অপরিচিত দেশটিই এবার বিশ্বকাপের বিস্ময়। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি। আফ্রিকা থেকে সবচেয়ে বেশি আটবার বিশ্বকাপে খেলা ক্যামেরুনের গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল কেপ ভার্দ। তাদের চমক কিংবা কৃতিত্ব তাই আরও বেশি। গত মাসে ক্যামেরুনকে হারানোর পরই বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত করে ফেলে ‘ব্লু শার্কস’ নামে পরিচিত দলটি। তবে বুধবার লিবিয়ায় ৩-৩ গোলে ড্র করায় অপেক্ষায় থাকতে হয় তাদের। একদিক থেকে তা খারাপ হয়নি। বাছাইয়ের শেষ ম্যাচটি যে নিজেদের মাঠেই! ঐতিহাসিক উপলক্ষ উপভোগের জন্য দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল সোমবার। দেশবাসীকে হতাশ করেনি তাদের...