ঢাকা: খান ইউনিসে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া বেশ কিছু ফিলিস্তিনি বন্দী আল জাজিরার কাছে তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা শেয়ার করেছেন। তাদের একজন, আবদুল্লাহ আবু রাফি, মুক্তির অনুভূতিকে উল্লেখ করেছেন “দুর্দান্ত” হিসেবে। তবে একইসাথে তিনি জানিয়েছেন, ইসরায়েলি কারাগারে অবস্থান ছিল অত্যন্ত কষ্টকর ও অমানবিক।রাফি বলেন, “দুর্ভাগ্যবশত, আমরা ওফার কারাগার নামে একটি কসাইখানায় ছিলাম। অনেক তরুণ এখনও সেখানে বন্দী। কারাগারের অবস্থা ছিল অত্যন্ত কঠিন—নরম বিছানা ছিল না, এমনকি গদি পর্যন্ত সরিয়ে নিত। খাবারের ব্যবস্থাও ছিল নাজুক।”আরেকজন মুক্তিপ্রাপ্ত বন্দী, ইয়াসিন আবুও, কারাগারের পরিস্থিতিকে বর্ণনা করেছেন “খুব, খুব খারাপ” বলে। তিনি বলেন, “খাদ্য, নিপীড়ন এবং মারধরের দিক থেকে সবকিছুই ছিল অমানবিক। খাওয়া-দাওয়ার কোনো সুব্যবস্থা ছিল না। আমি টানা চার দিন কিছু খেতে পারিনি।”সোমবার মুক্তি পাওয়া সাইদ শুবাইর বলেছেন যে তিনি তার অনুভূতি...