দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে পুলিশ বাহিনীতে। সৃষ্টির পর থেকে বিভিন্ন সময়ে দফায় দফায় একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের যে দাবি ছিল বাহিনীর সদস্যদের, তা এখন চূড়ান্ত। আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে পুলিশ বাহিনীতে। সৃষ্টির পর থেকে বিভিন্ন সময়ে দফায় দফায় একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের যে দাবি ছিল বাহিনীর সদস্যদের, তা এখন চূড়ান্ত। আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের বিরাট ভূমিকা রয়েছে। তার আগেই পুলিশকে পেশাদারিত্ব, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত ও প্রভাবমুক্ত করতে এই কমিশন চূড়ান্ত করে গোটা বাহিনীকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগকে পুলিশ বাহিনীর জন্য বিশেষ প্রণোদনা মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগেও আরও দু’দফায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছিল। সর্বশেষ...