দীর্ঘ সাত বছর পর স্পিড স্কেটিংয়ের আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এই সাফল্যের কারিগর বগুড়ার সন্তান নাবীয়ুন ইসলাম পৃথিবী, যিনি একাই জিতেছেন দুটি স্বর্ণপদক। দীর্ঘ সাত বছর পর স্পিড স্কেটিংয়ের আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এই সাফল্যের কারিগর বগুড়ার সন্তান নাবীয়ুন ইসলাম পৃথিবী, যিনি একাই জিতেছেন দুটি স্বর্ণপদক। চীনের জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’-এ বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণপদকসহ মোট চারটি পদক জয় করে ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় নাবীয়ুন ইসলাম পৃথিবীর পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ১১ ও ১২ অক্টোবর রচিত হওয়া এই সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ...