ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অনলাইনে থাকার বিষয়টি অনেক সময় বেশ খরচসাপেক্ষ হতে পারে, বিশেষ করে যখন আমাদের অনলাইন কাজের জন্য বেশি ব্যান্ডউইথের প্রয়োজন পড়ে। তবে অঞ্চলভেদে প্রতি মাসে ব্রডব্যান্ডের জন্য শত শত ডলার পর্যন্ত খরচ হতে পারে। গড় মাসিক ইন্টারনেট প্যাকেজের দামের ভিত্তিতে বিশ্বের কোন কোন দেশে ইন্টারনেট খরচ সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম তার একটি ধারণা মিলেছে ‘বেস্ট ব্রডব্যান্ড ডিলস’-এর এক বিশ্লেষণে। গোটা বিশ্বে ব্রডব্যান্ড সংযোগের জন্য সবচেয়ে বেশি খরচ করতে হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপমালা ‘সলোমন দ্বীপপুঞ্জ’-এর বাসিন্দাদের। এখানে অনলাইনে যোগ থাকতে একজন বাসিন্দাকে প্রতি মাসে প্রায় ৪৫৭ দশমিক ৮৪ ডলার দিতে হয়, যা প্রতি মেগাবিটে প্রায় ২৮৯ দশমিক ৭৫ ডলার। দেশটিতে কিছু ইন্টারনেট প্যাকেজের দাম প্রায় ২ হাজার ৩০১ ডলার পর্যন্ত পৌঁছায়! সেই তুলনায় বিশ্বজুড়ে গড়...