বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে তা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। নুর তার পোস্টে আরও বলেন, শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেই অনুযায়ী বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষা খাত উপেক্ষিত থাকলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়। বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও...