এই আন্দোলনের অংশ হিসেবে তারা জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টায় তারা সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মার্চ টু সচিবালয়’। এই কর্মসূচি চলছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ব্যানারে। অন্যদিকে, একই দাবিতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বাড়ি ভাড়ার ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে—এই প্রজ্ঞাপন জারি না হলে অবস্থান চলবে।’ প্রসঙ্গত, গত রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষক-কর্মচারীরা। পুলিশের অনুরোধে তারা পরে সরে যান শহীদ মিনারে। তবে আন্দোলনকারীদের একটি অংশ প্রেস ক্লাবের সামনেই অবস্থান চালিয়ে যান।...