ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের সমস্যাগুলো এখন শেষ। বিশ্ব আবার ইসরায়েলকে ভালোবাসছে। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে “বিজয় অর্জনের” জন্য নেতানিয়াহুকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।ফিলিস্তিনিদের প্রতি সংক্ষিপ্ত বার্তানেসেটে ট্রাম্প ফিলিস্তিনিদের উদ্দেশে মাত্র কয়েকটি বাক্য বলেন। তিনি গাজার জনগণকে “উন্নয়ন ও নিরাপত্তার পথে” এগোনোর আহ্বান জানান। তবে ইসরায়েলের দখলদারিত্ব, গাজা অবরোধ, পশ্চিম তীরে বসতি স্থাপন কিংবা ফিলিস্তিনিদের ন্যায়সংগত অধিকার- কোনো বিষয়েই কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নও তার বক্তব্যে অনুপস্থিত ছিল।ট্রাম্প বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য এর চেয়ে স্পষ্ট বিকল্প আর কিছু হতে পারে না। সন্ত্রাস ও সহিংসতার পথ থেকে চিরতরে ফিরে আসার এবং ঘৃণার দুষ্ট শক্তিগুলোকে নির্বাসিত করার এটাই সুযোগ।’ইরানকে নিয়ে মিশ্র বার্তাট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এবং ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের হত্যা করেছে। ট্রাম্প বলেন,...