নরওয়ের রাজধানী অসলোতে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে ভেনেজুয়েলার দূতাবাস। এ নিয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দূতাবাস কর্তৃপক্ষের কাছ থেকে শুধু একটি বন্ধের নোটিশ পেয়েছে, কিন্তু এর কোনো কারণ জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেসিলি রোয়াং বলেন, ‘এটা দুঃখজনক। যদিও আমাদের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে, তবুও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায় এবং সেই চেষ্টাই আমরা করে যাব।’ নরওয়ের দৈনিক ভার্ডেনস গ্যাং জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকেই দূতাবাসে ফোন করে কাউকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় দেখা যায়, সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই দূতাবাস বন্ধ হওয়ার ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন মাত্র তিন দিন আগে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো অসলোতেই পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। মাচাদোকে সম্মান জানিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস বলেছিলেন,...