মুক্তি পাওয়া আব্দাল্লাহ আবু রাফে বলেন, আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়। দুর্ভাগ্যবশত, আমরা ‘ওফার কারাগার’ নামের এক ভয়ংকর জায়গায় বন্দি ছিলাম। অনেক তরুণ এখনো সেখানে বন্দি অবস্থায় আছে। ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা জানিয়েছেন, তারা যেন কোনো কারাগারে নয় বরং এক ‘কসাইখানায়’ ছিলেন। মুক্তি পাওয়া আব্দাল্লাহ আবু রাফে বলেন, আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়। দুর্ভাগ্যবশত, আমরা ‘ওফার কারাগার’ নামের এক ভয়ংকর জায়গায় বন্দি ছিলাম। অনেক তরুণ এখনো সেখানে বন্দি অবস্থায় আছে। রাফে জানান, ইসরাইলি কারাগারগুলোর অবস্থা ছিল অত্যন্ত নাজুক। সেখানে কোনো গদি ছিল না, যেটুকু ছিল তাও কেড়ে নেওয়া হয়েছে। খাবারের অবস্থা ছিল শোচনীয়, প্রতিটি মুহূর্ত ছিল কষ্টে ভরা। মুক্তির অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, এ যেন জীবনের সেরা মুহূর্ত। এমন মুক্তির স্বাদ ভাষায় প্রকাশ করা অসম্ভব। আরেক...