ফুটবলে এক রূপকথা লিখল ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গতকাল নিজেদের শেষ ম্যাচে ইসওয়াতিনিকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিল তারা ফিফা বিশ্বকাপের মূলপর্বে। পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত ছোট এই দ্বীপদেশের রাজধানী প্রাইয়ায় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের তিন গোলে নিশ্চিত হয় কেপ ভার্দের ঐতিহাসিক জয়। গোলগুলো করেন ডেইলন লিভ্রামেন্টো, উইলি সেমেডো এবং দলের অভিজ্ঞ তারকা স্টোপিরা। এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কেপ ভার্দে। ২৩ পয়েন্ট নিয়ে তারা শেষ করেছে গ্রুপপর্ব, দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুনের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। আটবার বিশ্বকাপ খেলা আফ্রিকার সবচেয়ে সফল দল ক্যামেরুন নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে সরাসরি মূলপর্বে যাওয়ার সুযোগ হারায়। ২৫ বছর আগেও আন্তর্জাতিক ফুটবলে কেপ ভার্দের নাম ছিল প্রায়...