কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদোক্তাদের (সিএমএসএমই) স্বল্পমেয়াদি ঋণ পেতে প্রভিশন কমিয়ে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ পেতে সহজ হবে। নতুন সুবিধা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সোমবার এ সংক্রান্ত্র এক নির্দেশনা দিয়েছে।আরো পড়ুন:ব্যাংকের কার্ড থেকে নগদ, বিকাশে টাকা পাঠানোর নতুন সুবিধা১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক ব্যাংকের কার্ড থেকে নগদ, বিকাশে টাকা পাঠানোর নতুন সুবিধা নির্দেশনা অনুযায়ী, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) স্বল্পমেয়াদি দেওয়া অনশ্রেণিভুক্ত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এছাড়া আগে জারি করা নির্দেশনার অন্য সব প্রযোজ্য নিয়ম আগের মতোই বহাল থাকবে। এতোদিন এসব ঋণের বিপরীতে ৫ শতাংশ প্রভিশন রাখতে হতো। সংশ্লিষ্টরা...