কানাডা সুপার সিক্সটিতে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে তার এই দাপুটে ব্যাটিং শেষ পর্যন্ত বৃথা গেছে। ব্রাম্পটন ব্লিটজের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্টের রানার্সআপ হয়েছে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। ৬৯ রান তাড়ায় ২৬ বল হাতে রেখেই জিতে যায় ব্রাম্পটন। ভ্যানকুভারে আগে ব্যাটিংয় নেমে ৮ ওভারে মাত্র ৬৯ রানে অল-আউট হয় মন্ট্রিয়েল টাইগার্স। ওপেনার দিলপ্রিত করেন ৮ বলে ১৮ রান। তিনে নেমে অধিনায়ক সাকিব খেলেন ১২ বলে ২ চার ৩ ছক্কায় ২৯ রানের বিস্ফোরক ইনিংস। এই দুজন ছাড়া মন্ট্রিয়েলের আর কেউই দুই অংকে যেতে পারেনি! তৃতীয় সর্বোচ্চ ৭ রান এসেছে মি. এক্সট্রা থেকে। রান তাড়ায় নেমে ১১...