১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম অসলোর সিটি হলের ঘড়িতে যখন সকালের আলো এসে পড়েছে, সেই মুহূর্তটা ছিল অদ্ভুত রকমের স্থির এবং ভারী। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া কোরিনা মাচাদো (María Corina Machado)। খবরটা যেন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়লো। আর তার সাথে সাথে পৃথিবীর দুই প্রান্তে তৈরি হলো দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী দৃশ্য। ভেনেজুয়েলার কারাকাসের রাস্তায় যে মানুষগুলো বছরের পর বছর ধরে একনায়কতন্ত্রের যাঁতাকলে পিষ্ট, ক্ষুধা আর হতাশায় যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের মধ্যে বয়ে গেল আনন্দের এক উদ্দাম স্রোত। বহু দিন পর তাদের বিবর্ণ মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। তরুণরা পতাকা হাতে রাস্তায় নেমে এলো, বৃদ্ধদের চোখে দেখা গেল আশার জল। কারাকাসের অভিজাত এলাকা চাকাও বা লাস মার্সিডিজ এ গাড়ির...