আশা, আক্ষেপ আর অপেক্ষার মাঝেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পথচলা। মাঠে লড়াই আছে, উন্নতি আছে, কিন্তু কাঙ্ক্ষিত জয়টা আসছে না। প্রতিবারই কোন না কোনভাবে আটকে যাচ্ছে বাংলাদেশ। তবে আশা ছাড়ছেন না বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে কোয়ালিফাই করার বিশ্বাস করেন তিনি। এত কিছুর পরও আশায় বুক বাঁধা দেশের ফুটবলপ্রেমীরা এখনো অপেক্ষায় আছেন দৃশ্যপট বদলানোর। সেই প্রশ্নের জবাব খুঁজতেই আজ হংকংয়ের মাঠে নামছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মোকাবিলা করবে স্বাগতিক হংকংয়ের। কাই টাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘এখনো তিন ম্যাচ আছে। এই তিন ম্যাচ থেকে আমরা ৯ পয়েন্ট পেতে পারি। আমাদের আশা আছে, এখনো বিশ্বাস করি, আমরা...