১৪ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম গাজায় দীর্ঘ দু’বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় স্বস্তি ও প্রশংসা প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং শান্তি প্রক্রিয়ার প্রতি তার সমর্থন জানিয়েছেন। তিনি একইসঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকেও প্রশংসা করেছেন, যাদের মধ্যস্থতায় এই নতুন যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) গাজার অবরুদ্ধ এলাকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ধাপে ৭ জন জীবিত জিম্মি মুক্তি পান হামাসের হাতে। একই দিনে দ্বিতীয় ধাপে আরও ১৩ জন জিম্মি মুক্তি পান। বিনিময়ে ইসরাইল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয়। এই চুক্তি করা হয়েছিল দু’পক্ষের মধ্যে চলমান সংঘাতের সমাধান এবং মানুষের জীবন ও মর্যাদা রক্ষার জন্য। বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...