নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল-জরিমানার পরও থামান যাচ্ছে না তাদের। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটা বাধ্য হয়েই নদীতে নামছেন তাঁরা। অনেক জেলে নদী পাড়েই বিক্রি করছে ইলিশ। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই মা ইলিশ রক্ষায় চলছে নদী-সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা। জেল-জরিমানার ভয় উপেক্ষা করেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অবাধে মাছ ধরছেন রাজবাড়ীর জেলেরা। জেলেরা বলছেন, অভিযান শুরু হলেও এখনও অনেক এলাকায় চাল বিতরণ শুরু হয়নি। লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে মাছ ধরার অভিযোগে প্রতিদিনই পদ্মা-মেঘনা নদী থেকে জেলেদের আটক ও জাল জব্দ করা হচ্ছে। জেলেদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত জেলেরা প্রণোদনার চাল পাচ্ছেন না। ঋণের চাপে বাধ্য হয়েই নদীতে নামছেন। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন,...