সোমবার (১৩ অক্টোবর) জারি করা এক সার্কুলারে জানানো হয়, ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ (এনপিএসবি) প্ল্যাটফর্মের আওতায় বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস, ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) সংযুক্ত থাকবে। এর ফলে তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে এমএফএসে কিংবা এমএফএস থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করা যাবে। উদাহরণস্বরূপ, ১ হাজার টাকা ব্যাংক থেকে বিকাশ বা নগদে পাঠাতে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা,পিএসপি থেকে পাঠাতে ২ টাকা,আর এমএফএস থেকে ব্যাংকে পাঠাতে গুনতে হবে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ফি শুধুমাত্র প্রেরকের হিসাব...