পড়ালেখার পাশাপাশি সৃজনশীলতা বিকাশে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আছে ছবি আঁকা, নাচ ও গানের পৃথক স্টুডিও। অত্যাধুনিক ল্যাংগুয়েজ ক্লাব। আছে ফুটবল ও ক্রিকেট খেলার পৃথক মাঠ। আন্তর্জাতিক মানের সুইমিং পুল। বাস্কেটবল ও ভলিবল কোর্ট, টেনিস কোর্ট, হকি গ্রাউন্ড, ব্যাডমিন্টন, হাডুডু, টেবিল টেনিস ও ফুটসাল খেলার ব্যবস্থা। ৪৫০ আসনের বড় অডিটোরিয়াম। আধুনিক প্রযুক্তির কম্পিউটার ল্যাব। নান্দনিক লাইব্রেরি। আরও বিস্তারিত- নিজস্ব স্কুল বাসবসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহনের জন্য আছে নিজস্ব যানবাহন ব্যবস্থা। স্কুলের আছে আটটি বাস। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়াও রামপুরা, মিরপুর-১০, মিরপুর-২, ধানমন্ডি ও উত্তরায় এসব বাস শিক্ষার্থী আনা-নেওয়া করছে। সুবিশাল মাঠস্কুলটির মূল ভবনের সামনে অবস্থিত সুবিশাল খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি এসেম্বলিতে অংশ নেয়। এতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে শৃঙ্খলাবোধ শিখতে পারছে। রাজধানীর স্কুলগুলোতে...