গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়েও শেষ ওভারে ৩ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের এমন হারের পেছনে একাধিক ক্যাচ হাতছাড়া অন্যতম কারণ হলেও অধিনায়ক জ্যোতি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। সাউথ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়ে বল করতে নেমে ৭৮ রানেই ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এমন দুর্দান্ত সূচনার পরেও ক্লোয়ি ট্রায়োন ও নাদিন ডি ক্লার্কের ক্যাচ হাতছাড়া করে শেষ দিকের রোমাঞ্চে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের ক্রিকেটারদের নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘প্রথমত, আমি আমার ক্রিকেটারদের উপর গর্বিত- ওরা শেষ বল পর্যন্ত লড়াই করেছে। আমার খারাপ লাগছে, কারণ ওরা ড্রেসিংরুমে কাঁদছে, ওরা বয়সে অনেক তরুণ। যেভাবে ওরা ওদের ১১০ শতাংশ দিয়েছে তাতে আমি অনেক খুশি।...