ভক্তদের চাওয়া ছিল শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে এক পর্দায় দেখার। প্রত্যাশা অনুযায়ী চিত্রনাট্য পেলে একসঙ্গে কাজ করতে আপত্তি নেই তাদেরও। কিন্তু তিন খানের ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে গেলেও সেই চমকটি ঘটেনি। বলিউউ হাঙ্গামা লিখেছে, আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তারা। প্রতিবছর বাণিজ্য ও বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘জয় ফোরাম’ অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) নামের একটি সরকারি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজক। প্রতিষ্ঠানটি সৌদির বিনোদন ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রক। জয় ফোরামের এ বছরের উৎসবটি হবে বৃহস্পতি ও শুক্রবার। রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায় ওই অনুষ্ঠানে ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নেওয়ার কথা রয়েছে। জয় ফোরামের শেষ দিন, অর্থাৎ শুক্রবার একটি সেশনে অংশ নেবেন শাহরুখ, আমির ও...