কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্র জানায়, গত ১১ ও ১২ অক্টোবর উপজেলার সীমান্তবর্তী আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্ব বিজিবি সদস্যরা পদ্মা নদীতে যৌথ অভিযান চালায়। অভিযানে চিলমারী ইউনিয়নের চল্লিশপাড়া ও মদনের ঘাট এলাকা থেকে ৩৫ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আজ সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ আশ্রায়ন বিওপি সংলগ্ন এলাকায় জনসম্মুখে উদ্ধার হওয়া অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় যশোর সদর দপ্তরের দক্ষিণ-পশ্চিম রিজিয়ন পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট...