নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি ভারতের তিনটি কফ সিরাপের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছে। শিশুদের জন্য তৈরি এই ওষুধগুলোতে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক উপাদান থাকার খবর পাওয়া গেছে। ডব্লিউএইচও জানায়, ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের ‘কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের ‘রেসপিফরেশ টিআর’ এবং শেপ ফার্মার ‘রিলাইফ’ নামক সিরাপগুলোতে ‘ডায়াথিলিন গ্লাইকোল’ নামের রাসায়নিক উপাদানের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। যদিও শিশুর ওষুধে এই রাসায়নিকের একটি নির্দিষ্ট পরিমাণ গ্রহণযোগ্য, অতিরিক্ত মাত্রায় এটি মারাত্মক বিষাক্ত হতে পারে এবং শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ায়। গত আগস্ট মাসে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের ‘কোল্ডরিফ’ সিরাপ খেয়ে ১৭ শিশু মৃত্যুবরণ করে। এর আগে ২০২৩ সালে ভারতের আরেক কোম্পানির কফ সিরাপের কারণে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনায় বিশ্বজুড়ে ভারতীয় ওষুধের গুণগত মান নিয়ে উদ্বেগ...