নিয়ন্ত্রিত বোলিংয়ে বিকেএসপিকে বেশি দূর যেতে দিলেন না রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের বোলাররা। রান তাড়ায় অপরাজিত ইনিংসে দলকে জেতালেন অভিজ্ঞ ফারজানা হক। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল খেলাঘর সমাজকল্যাণ সমিতি। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরির পর থেকে ঠিক আপন চেহারায় ছিলেন না ফারজানা হক। ছন্দে ফেরার অভিযানে লিগে এখন পর্যন্ত বেশ ভালো করছেন অভিজ্ঞ ব্যাটার। পঞ্চম রাউন্ডে তিনি খেলেছেন এবারের আসরের তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ফারজানার অপরাজিত ৮১ রানের সৌজন্যে বিকেএসপিকে ৭ উইকেটে হারায় রূপালী ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৭৮ রানের লক্ষ্য ৬১ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রূপালী ব্যাংক। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে বিকেএসপি।...