নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে নদীতে গিয়ে গ্রেপ্তার হওয়া জেলেরা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ শিকাররত ২৮ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এসময় প্রায় ৬ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ছয়টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করে তারা। রবিবার রাত থেকে সোমবার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।আরো পড়ুন:ঝালকাঠিতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ডনদীতে বড়শি দিয়ে মাছ শিকার, ৬ জেলেকে জরিমানা নৌ পুলিশ সূত্র জানায়, মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে গ্রেপ্তার জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সানা উল্লাহ (৪৫), নুর মোহাম্মদ (২৫),...