তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নেমে ফিনিশিংয়ে ভুগল ফ্রান্স। সুযোগ নষ্টে ভরপুর ম্যাচে দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি দিদিয়ের দেশমের দল।ঘরের মাঠে দুর্দান্ত লড়াই করে আইসল্যান্ড ২-২ ব্যবধানে ড্র করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে। গতকাল রাতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে এগিয়ে যায় আইসল্যান্ড। তবে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে নেয় ফ্রান্স। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া হয় তাদের। প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে ফ্রান্স। দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ আসে, কিন্তু ক্রিস্তোফা এনকুনকুর কাছ থেকে বল ঠেকিয়ে দেন আইসল্যান্ডের গোলরক্ষক। এরপর ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে জুল কুন্দের জোরালো শটও রুখে দেন তিনি। খেলার ৩৯তম মিনিটে এগিয়ে যায় আইসল্যান্ড। বাঁ দিকের কাছাকাছি জায়গা থেকে নেওয়া ফ্রি-কিকে ফরাসি রক্ষণদুর্গ...