
১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪২ এএম পাকিস্তান তার পশ্চিম সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে, কারণ আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে সংঘটিত সামরিক সংঘর্ষের পর সীমান্তে অবস্থা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। এই সতর্কতা ঘোষণা করা হয়েছে এমন সময়ে, যখন সীমান্ত এলাকায় কয়েক ডজন লোক নিহত হয়েছে এবং সীমান্ত ক্রসিং বন্ধ রাখার কারণে বাণিজ্য ও সাধারণ জীবন ব্যাহত হচ্ছে। ঘটনাটি ঘটে সপ্তাহজুড়ে, যখন আফগান তালেবান বাহিনী এবং পাকিস্তানের সীমান্ত রক্ষীরা একাধিকবার সংঘর্ষে জড়ায়। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আফগান তালেবান বাহিনীর ‘অযৌক্তিক’ হামলার পর শনিবার থেকে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। রবিবার রাতে সীমান্তে ছোট অস্ত্রের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল। পাকিস্তানের ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ক্রসিং বন্ধ থাকার কারণে...