এদিকে, শিক্ষক-কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। দলগুলোর শীর্ষ নেতারা সোমবার বিকেলে শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং সরকারকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শিক্ষকরা যে চেষ্টা করেন, তা জাতির জন্য আমানতস্বরূপ। আজ যদি তাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়, দাবি না মানা হয়; তাহলে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তা কারও জন্য কল্যাণকর হবে না। আন্দোলন ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকেই নিতে হবে।শিক্ষকদের উদ্দেশে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আপনাদের দাবি আমাদেরও দাবি।খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, শিক্ষকদের যদি রাস্তায় নামতে...