নিজস্ব প্রতিবেদক : শরিয়াহভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতির পর শেয়ারবাজারে এ পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও দর বাড়েনি। এর আগে, ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ বা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক গঠনের প্রস্তাবনা সরকারের উপদেষ্টা পরিষদে পাস হয়। তবে প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছিল, পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের কোনো দাবি পরিশোধের সুযোগ থাকবে না, কারণ তাদের মূলধন ঘাটতি ও সম্পদের মূল্য ঋণাত্মক। সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে যে একীভূতকরণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে সরকার এখনো বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা–নিরীক্ষা চলছে।...