
নিজস্ব প্রতিবেদক : মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের মঞ্চে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আলাদা কারণেই সবার নজর কাড়েন। বিশ্বনেতারা তাঁর উপস্থিতিতে রসিকতা ও ব্যক্তিগত মন্তব্য করে সম্মেলনের গম্ভীর পরিবেশে এক অন্য মাত্রা যোগ করেন। যদিও সম্মেলনের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, আলোচনার ফাঁকে মেলোনিকে কেন্দ্র করে তুরস্ক ও মার্কিন প্রেসিডেন্টদের মন্তব্য আলোচনায় এসেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি কট্টর তামাকবিরোধী, মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দেন। তিনি বলেন, “আপনাকে দারুণ লাগছে, কিন্তু ধূমপান ছাড়তেই হবে।” এরদোয়ানের বক্তব্যের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হাসতে হাসতে বলেন, “এটা অসম্ভব!” মেলোনিও রসিকতার সুরে উত্তর দেন, “আমি জানি, আমি জানি। তবে কাউকে খুন করতে চাই না।” অর্থাৎ ধূমপান ছাড়ার চেয়ে বিশ্বকে বাঁচানো তার কাছে বেশি জরুরি। জর্জিয়া মেলোনি ১৩ বছর...