মানুষের প্রাত্যহিক জীবনে গানটার কথা কতটা সত্যি বা মিথ্যা, সে নিয়ে আপনার ভিন্নমত থাকতে পারে। তবে কূটনীতির দুনিয়ার সঙ্গে সুবীর নন্দীর বিখ্যাত গানটার কথা যে পুরোপুরি মিলে যায়, এ নিয়ে সম্ভবত দ্বিমত থাকবে না– পৃথিবীতে প্রেম বলে কিছু নেই! অবশ্য ঘৃণা বলেও কিছু নেই। যেখানে স্বার্থের হিসাবে মুহূর্তে পালটে যেতে পারে কৌশল, কূটনীতির সেই লাভ-ক্ষতির পৃথিবীতে প্রেম বা ঘৃণার খোঁজ করতে যাওয়াই অর্থহীন। প্রসঙ্গটা আসছে আফগানিস্তানে চার বছর পর ভারতের দূতাবাস আবার চালু করার ঘোষণা দেখে। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় যেতেই দূতাবাসটা বন্ধ করে দেয় ভারত, যদিও এর পরের বছরই ছোট আকারে ‘কূটনৈতিক মিশন’ চালু করে। তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দেয় না ভারত। কিন্তু ছয় দিনের সফরে ভারতে যাওয়া তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে গত শুক্রবার ভারতের...