ন্যাটো প্রধান মার্ক রুটে রাশিয়ার নৌবহরের দুরবস্থা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। স্থানীয় সময় সোমবার (১৩ অক্টােবর) স্লোভেনিয়ায় এক ভাষণে রুটে বলেন, “১৯৮৪ সালের টম ক্ল্যান্সির উপন্যাস দ্য হান্ট ফর রেড অক্টোবর-এর মতো দৃশ্য আর নেই। এখন মনে হচ্ছে, যেন ‘নিকটতম মেকানিক খোঁজার অভিযান’ চলছে।” খবর বিবিসির। রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট জানিয়েছে, তাদের ডিজেলচালিত সাবমেরিন নোভোরোসিস্ক ফ্রান্সের উপকূলে ভেসে উঠেছিল ন্যাভিগেশন নিয়ম মেনে চলার জন্য। ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় সাবমেরিনটিকে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পর্যবেক্ষণ করছিল। তবে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (১১ অক্টােবর) জানিয়েছিল, সাবমেরিনটি উত্তর সাগরে টেনে নেওয়া হচ্ছিল — যা প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত দেয়। রাশিয়া দাবি করেছে, সাবমেরিনে কোনো ত্রুটি হয়নি। ব্ল্যাক সি ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, “ফ্রান্সের উপকূলে নোভোরোসিস্ক সাবমেরিনের জরুরি ভেসে ওঠার খবর সম্পূর্ণ মিথ্যা।”...