বেলজিয়ামের তারকা গোলকিপার থিবো কোর্তোয়ার প্রধান কাজ প্রতিপক্ষের পা ছুঁয়ে ছুটে আসা বল ধরা। কিন্তু গতকাল রাতে তার অন্যকরম এক অভিজ্ঞতা হলো। ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলস ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচে হঠাৎ করে মাঠে প্রবেশ করে একটি ইঁদুর। বন্ধ হয়ে যায় খেলা। কোর্তোয়াকে দেখা যায় ইঁদুর ধরার চেষ্টা করতে! বেলজিয়াম তখন ২–১ গোলে এগিয়ে। বল ছিল গোলরক্ষক থিবো কোর্তোয়ার কাছাকাছি। হঠাৎই দেখা যায়—একটি ইঁদুর দৌড়াচ্ছে মাঠে! কোর্তোয়া নিজেই সেটি ধরার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত ওয়েলসের ফরোয়ার্ড ব্রেনান জনসন ইঁদুরটিকে তাড়া করে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এই মজার দৃশ্য দেখে দর্শকরা করতালি আর হাসিতে মেতে ওঠেন। খেলা পুনরায় শুরু হলে বেলজিয়াম আগের মতোই নিয়ন্ত্রণ ধরে রাখে। শেষ পর্যন্ত তারা ম্যাচটি...