শীত বা বর্ষার সময় শিশুদের ঠান্ডা-কাশি হওয়া খুবই সাধারণ। অনেক বাবা-মা চিন্তায় পড়ে গিয়ে কফ সিরাপ দিয়ে দেন। কিন্তু এটা কি সবসময় নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, না – সাবধানে কফ সিরাপ ব্যবহার করা উচিত।মুম্বাইয়ের নারায়ণ হেলথ এসআরসিসি চিলড্রেন’স হসপিটালের শিশু ফুসফুস বিশেষজ্ঞ (পেডিয়াট্রিক পলমোনোলজিস্ট) ডা. ইন্দু খোসলা জানাচ্ছেন, কফ সিরাপ সবসময় শিশুর জন্য উপযুক্ত নয়। এমনকি কিছু সিরাপ ছোট শিশুদের শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। তাই হালকা কাশি দেখলেই সঙ্গে সঙ্গে সিরাপ খাওয়ানো একেবারে উচিত নয়।কফ সিরাপের ঝুঁকিডা. খোসলা জানান, অনেক কফ সিরাপে এমন কিছু রাসায়নিক থাকে যা শিশুদের শরীরে সমস্যা তৈরি করতে পারে।- ডেক্সট্রোমেথরফান: এটি বেশি মাত্রায় গেলে বমি, ঘুম, এমনকি শ্বাসকষ্ট হতে পারে।ফ্রিজে রাখা খাবার থেকে কি ইউরিন ইনফেকশন হয়, যা জানালেন চিকিৎসকআরও পড়ুন :কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপিআরও পড়ুন...