বিশ্ববাজারে এক দিনে কয়েক বার লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম। ফলে আবারও স্বর্ণের দাম সব রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। তাই দাম উঠেছে নতুন উচ্চতায়।রয়টার্স জানায়, সোমবার প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,১০০ ডলার ছাড়িয়েছে। এ দিন নতুন করে মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশার ফলে স্বর্ণে চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছে। অন্যদিকে রুপাও সর্বকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে।ওই দিন বিকেলে স্পট স্বর্ণের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,১০৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৩.৩% বেড়ে ৪,১৩৩ ডলারে স্থির হয়েছে।ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বাড়ানোসহ বিভিন্ন কারণে স্বর্ণের দাম এই বছর এখন...