২২তম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে। আফ্রিকা অঞ্চল থেকে ষষ্ঠ দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করেছে তারা। কেপ ভার্দে বাছাইয়ে শেষ ম্যাচে ঘরের মাঠে ইসোয়াতিনিকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সোমবার রাতে ৩-০ ব্যবধানে সফরকারীদের হারায় কেপ ভার্দে। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের চার মিনিটে ইসোয়াতিনির জালে প্রথম বল পাঠায় কেপ ভার্দে। স্বাগতিকরা ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। শেষ গোলটি আসে যোগ করা সময়ে।...