ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশের ডিফেন্ডার জর্ডানের সাধারণ এক বল ক্লিয়ার করতে পারেননি ঠিকঠাকভাবে। এতে বল পেয়ে যায় জর্ডানের ফুটবলার। সেই ফুটবলার বক্সে সতীর্থের উদ্দেশ্যে বল ঠেলেন। বাংলাদেশের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসেন। গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই জর্ডানের ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে...