গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) মুক্তিপ্রাপ্ত বন্দিদের বিষয়ে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় কারাগার দপ্তর। ইসরায়েলের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে দুই ধাপে। প্রথম ব্যাচে প্রায় ২ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ‘ওফের’ কারাগার থেকে। খবর এএফপি, আল জাজিরা, এবং টাইমস অব ইসরায়েল। হামাসের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সরবরাহ করা কয়েকটি বাসে করে এই বন্দিদের বেইতুনিয়া শহরে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে, দ্বিতীয় ব্যাচের ১ হাজার ৭১৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে। তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পৌঁছান দুপুরের পর। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন ছিলেন...