ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স অধিনায়ক আসরের দ্বিতীয় সেমিফাইনালে ২ ওভার বল করে ৫ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট। ব্যাটে প্রথম বলে চার মেরে পরের বলে আউট হন তিনি। সাকিবের দল ২৪ রানের জয় তুলেছে ভ্যাঙ্কুভার কিংসের বিপক্ষে। মন্ট্রিয়াল টসে জিতে ব্যাটিংয়ে গেলে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১০০ রান তোলে। জবাবে ৭ উইকেট হারিয়ে ভ্যাঙ্কুভার ৭৬ রান তুলতে সক্ষম হয়। মন্ট্রিয়ালের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেন নিক হবসন। তার অপরাজিত ৫০ রানের ইনিংসটি ২৩ বলে খেলা। সাজানো চারটি করে চার...