ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে ট্রেজারি বন্ড, ২০২৫ সালে বিনিয়োগের জায়গার কোনো অভাব নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইতিহাসের অন্যতম প্রাচীন বিনিয়োগ মাধ্যম সোনার দাম কেন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে? ‘নর্থইস্টার্ন ইউনিভার্সিটি’র অর্থনীতিবিদ বব ট্রায়েস্ট বলেছেন, “কিছু জিনিস কখনও পুরানো হয় না, সব সময়ই ক্লাসিক। “সোনা হচ্ছে প্রচলিত ও ঐতিহ্যবাহী নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। অর্থনীতির সঙ্গে এর মূল সম্পর্ক হল, যখন অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে তখন সোনার দামও বেড়ে যায়।” ট্রায়েস্ট বলেছেন, এ অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আর এসব কারণই সম্ভবত সোনার দামের উত্থানকে প্রভাবিত করছে। বিশ্ব বাণিজ্যে যে শুল্ক আরোপ হয় তা কত হবে বা তার প্রভাব কী হবে– বর্তমানে বিষয়টি স্পষ্ট নয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনাও বেড়েছে। সব মিলিয়ে বিভিন্ন দেশের মুদ্রার...