ফিলিস্তিনি ছিটমহল গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা ব্যাপক প্রাণক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ট্রাম্প বলেন, “আকাশ শান্ত, বন্দুকগুলো নিশ্চুপ, সাইরেনগুলো নিশ্চল হয়ে আছে আর পবিত্র ভূমিতে সূর্যোদয় হয়েছে যেখানে অবশেষে শান্তি বিরাজ করছে।” তিনি আরও বলেন, “ইসরায়েলি ও ফিলিস্তিনি, উভয়ের জন্য দীর্ঘ দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে।” এর কয়েক ঘণ্টা পর মিশরে ট্রাম্প মুসলিম ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ ও বৃহত্তর আঞ্চলিক শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তবে এই বৈঠকে হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্ব নিয়ে সমঝোতার পর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় চুক্তি করে। শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরুর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ থামে। চু্ক্তি অনুযায়ী এর...