১৪ অক্টোবর ২০২৫, ১০:০৫ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশর থেকে হোয়াইট হাউসে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এরদোগান পারবেন। যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে নেতারা, বিশেষ করে এরদোগান, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে সাহায্য করতে পারেন কিনা। এর আগে সোমবার ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের রিসোর্ট শহর শার্ম এল-শেখে এরদোগানসহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এদিকে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আঙ্কারা এর আগে...