ইসরায়েল-হামাস বন্দী বিনিময় চুক্তির অধীনে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তি নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস এনেছে। কিন্তু মুক্তির পরই বন্দীদের দেওয়া বর্ণনা ইসরায়েলি কারাগারগুলোর অন্ধকার ও অমানবিক দিকটি উন্মোচন করেছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দী আবদুল্লাহ আবু রাফে ইসরায়েলের ওফার কারাগারকে "কসাইখানা" বলে যে মন্তব্য করেছেন, তা বন্দীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। 'কসাইখানা' শব্দটি কেবল খারাপ অবস্থার প্রতীক নয়; এটি চরম অবমাননা, নিষ্ঠুরতা এবং জীবনের প্রতি সম্পূর্ণ উদাসীনতার ইঙ্গিত দেয়।আবু রাফে’র বর্ণনায় উঠে এসেছে—ওফার কারাগারে কোনো বিছানা ছিল না, এবং খাবারের অবস্থা ছিল ভয়াবহ। একজন বন্দীর জন্য ন্যূনতম মানবিক সুবিধাটুকুও সেখানে ছিল না, যা শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক নিপীড়নও বাড়িয়ে তোলে। আরেক মুক্ত বন্দী ইয়াসিন আবু আমরা জেলের পরিস্থিতিকে 'অত্যন্ত খারাপ' হিসেবে উল্লেখ করেন। তিনি জানান,...