১৪ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৪ এএম দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ—চাকসু নির্বাচন। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামী বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রার্থী ও ভোটার সংখ্যা : বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৭ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯২ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থী ৪৮ জন, আর পুরুষ প্রার্থী ৩৬৬ জন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন—এর মধ্যে ছাত্র ১৬,০৮৪ এবং ছাত্রী ১১,৪৩৪ জন। প্রত্যেক ভোটারকে ৪০টি ভোট দিতে হবে—২৬টি কেন্দ্রীয় সংসদের জন্য, ১৪টি হল...