ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে জোড়া ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য। সিরিজের শুরুটায় তারা পাচ্ছে না অ্যাডাম জ্যাম্পা ও জশ ইংলিসকে। দলের মূল স্পিনার জ্যাম্পা থাকছেন না প্রথম ম্যাচে, এই সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ইংলিশ খেলতে পারবেন না প্রথম দুই ম্যাচে। তাদের বদলে প্রথম ওয়ানডের দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও কিপার-ব্যাটার জশ ফিলিপি। জ্যাম্পা খেলতে পারবেন না সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার সময়। তাদের প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসতে পারে প্রথম ওয়ানডের আগেই। তবে উত্তর নিউ সাউথ ওয়েলসে নিজের বাড়ি থেকে প্রথম ম্যাচের ভেন্যু পার্থে যাওয়ার মতো পর্যাপ্ত সময় হয়তো তিনি পাবেন না। সেই ম্যাচে তাই বাইরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন। অ্যাডিলেইড ও সিডনিতে পরের দুই ম্যাচে তিনি খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। ইংলিস খেলতে পারবেন না চোটের কারণে। পেশির...